সাইট পরিচিতি

বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিবাহের মাধ্যমেই মানব জীবন পূর্ণতা পায়। কিন্তু তথ্যপ্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা। আর এই কর্মব্যস্তময় জীবনে বিবাহের জন্য একজন মনের মত পাত্র/পাত্রী খুঁজে বের সত্যিই এক কঠিন চ্যালেঞ্জ। আবার এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তথ্যপ্রযুক্তিই হতে পারে সর্বোত্তম সহায়ক মাধ্যম। আর এরই ধারাবাহিকতায় চালু হয়েছে বেশ কিছু অনলাইন ম্যারেজ মিডিয়া। কিন্তু বেশিরভাগ ম্যারেজ মিডিয়ার ব্যবহার বিধি এবং শর্তাবলী সহজসাধ্য না হওয়ায় অনলাইন ম্যারেজ মিডিয়াগুলো এখনো তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।

ডিজিটাল ঘটক অন্যসব অনলাইন ম্যারেজ মিডিয়া থেকে সম্পূর্ণ আলাদা। সর্বদাই একটা ডাইনামিক পরিসেবা দেয়ার প্রত্যয় নিয়ে ডিজিটাল ঘটক এর পদযাত্রা শুরু হয়েছে। এখানে যেকেউ নিজে নিজে নিবন্ধন করে নিজের পছন্দের পাত্র/পাত্রী খুঁজে নিতে পাররেন সম্পূর্ণ স্বাধীনভাবে। আবার কেউ প্রয়োজন মনে করলে আমাদের প্রত্যক্ষ সহযোগিতাও নিতে পারবেন। সরাসরি সহযোগিতা করার জন্য সমগ্র দেশব্যাপী রয়েছে আমাদের এক সুবিশাল নেটওয়ার্ক। বাংলাদেশের যেকোন জেলা/উপজেলা থেকে নিকটস্থ জেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিবাহের জন্য সঠিক পাত্র/পাত্রী খুঁজে বের করা থেকে শুরু করে বিবাহ সংক্রান্ত সকল ধরণের সহযোগিতা নিতে পারবেন। পাশাপাশি রয়েছে অনলাইন চ্যাট। পাত্র/পাত্রী সংক্রান্ত যেকোন ধরণের সহযোগিতা/পরামর্শের জন্য হোয়াটস অ্যাপে কনট্যাক্ট করতে পারবেন।

ঘরে বসে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অতি সহজে ও স্বল্প ব্যয়ে মনের মত পাত্র/পাত্রী খুঁজে বের করার একটি অন্যতম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ডিজিটাল ঘটক।